সজনে পাতার আশ্চর্য উপকারিতা
সজনে গাছের প্রতিটি অংশ উপকারি,তবে এর পাতা বিশেষভাবে পুষ্টিগুণে ভরপুর।এটি শুধু ভেষজ ওষধ হিসেবেই নয়,দৈনন্দিন খাদ্যতালিকাতেও অন্তর্ভুক্ত করা যায়।
পুষ্টিগুণ: সজনে পাতায় রয়েছে -
* ভিটামিন A,B,C * ক্যালসিয়াম * আয়রন * প্রোটিন এতে দুধ,গাজর ও কলার চেয়েও বেশি পুষ্টি উপাদান থাকে।
স্বাস্থ্য উপকারিতা:
১. রক্তশর্করা নিয়ন্ত্রণ : ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী,কারন এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা: প্রচুর ভিটামিন C থাকায় এটি রোগ প্রতিরোধে সাহায্য করে
৩. অ্যানিমিয়া প্রতিরোধ : উচ্চমাত্রার আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায করে।
৪. চোখের যত্ন: ভিটামিন A থাকার কারনে চোখের জন্য ভালো।
ব্যবহার:-
* তরকারিতে মিশিয়ে খাওয়া যায়। * সজনে পাতার ভর্তা বা ভাজি করা যায়। * শুকিয়ে পাউডার করে চা বা স্মুদি বানানো যায়।
সাবিনা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url