পাকা তালের শাঁস দিয়ে রূপচর্চাঃ

  তাল কি? তাল (palmyra fruit) একটি গ্রীষ্মকালীন ফল । তাল পাকলে, পাকা তালের শাঁস  বিভিন্ন রকম কাজে লাগে তার মধ্যে হচ্ছে ,রূপচর্চা।  পাকা তালের শাঁস  দিয়ে রূপচর্চার কাজে ব্যবহিত হয়। পাকা তালের শাঁস বেস একটি কার্যকারী প্রাকৃতিক উপাদান। এতে রয়েছে ভিটামিন A, C যা ত্বককে করে কমল ও উজ্জ্বল এবং নরম।

এই পোষ্টে আমরা পাকা তালের শাঁস দিয়ে  রূপচর্চার সম্পর্কে জানবো। দেরি না করে জানা যাক ।  পাকা তালের শাঁস দিয়ে  কিভাবে রূপচর্চা করা যায়?  

 পাকা তালের শাঁস দিয়ে  রূপচর্চাঃ




সূচিপত্রঃ

শুষ্ক ও রুক্ষ ত্বককে জন্য তালের ফেসপ্যাক ঃ 

শুষ্ক ও রুক্ষ ত্বক এর আদ্রতা যোগাতে , রয়েছে  পাকা তালের প্রাকৃতিক তেল। শুধু পাকা তাল মেখে মুখে, হাতে, পায়ে এবং গলাই ১০ মিনিট শুকিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ।





উজ্জ্বল ,কমল ও নরম ত্বককে জন্য তালের ফেসপ্যাক ঃ

 উজ্জ্বল ,কমল ও নরম ত্বককে জন্য পাকা তালের ফেসপ্যাক বানাতে যা যা উপকরণ প্রয়োজন ঃ

 পাকা তালের শাঁস - ২ টেবিল চামচ ,

মধু - ১ চা চাম,

কাঁচা দুধ - ১ টেবিল চামচ

নিয়মাবলীঃ

 ভালো করে সব উপকরণ মিশিয়ে নিন। তার পরে মুখে, হাতে ও গলায় মাখুন। মাখার ১৫-২০ মিনিট পরে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। টিস্যু বা নরম কাপড় দিয়ে মুছে নিন। এটি ত্বকের উজ্জ্বলতা, কোমলতা বাড়িয়ে দেয়।





ওয়েলি ত্বকের জন্য পাকা তালের ফেসপ্যাক: 

ওয়েলি ত্বকের জন্য পাকা তালের ফেসপ্যাক বানাতে যা যা উপকরণ প্রয়োজন :

পাকা তালের শাঁস - ২ টেবিল চামচ

বেসনের আটা - ১ চা চমচ

গোলাপজল - প্রয়োজন মতো 

নিয়মাবলী:

 প্রথমে সব কিছু ভালো করে মিশিয়ে নিন। তার পর মুখে মাখুন। মুখ যখন শুকিয়ে  যাবে তার পরে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের ওয়েলি কমে যেতে সহায়তা করে

সাধারণ ভাবে ফেসপ্যাক বানাতে ২ টেবিল চামচ পাকা তালের শাঁস এবং ১ টেবিল চা চামচ চালের আটা দিয়ে মিশিয়ে ফেসপ্যাক  মুখে হাতে এবং পায়ে মাখুন। তাতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে।





পরামর্শ : 

সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন

অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা থাকলে আগে হাতে বা পায়ে দিয়ে পরিক্ষা করে নিন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাবিনা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url